অজু ও গোসলের ফরজ সমূহ জেনে নিন

আল্লাহ তা’আলার ইবাদত করার জন্য প্রয়োজন হল পবিত্রতা অর্জন করা। যেমন নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করার জন্য প্রয়োজন তাহারাত বা পবিত্রতা। অযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়।অথবা বড় ধরনের নাপাক হলে যেমন গোসল ফরজ হলে, পবিত্রতা অর্জন করতে হয় গোসলের মাধ্যমে। সুতরাং আমাদের জন্য জানা আবশ্যক, ওযুর ফরজ কয়টি ও গোসলের ফরজ কয়টি। কেননা রাসূলুল্লাহ (স.) বলেন নামাজ বেহেশতের চাবি। আর নামাজের চাবি অজু।

অজু ও গোসলের ফরজ সমূহ

অযুর মধ্যে ফরজ ৪টি

১। সমস্ত মুখ ধোয়া

২। দোন হাতের কুনুইসহ ধোয়া।

৩। মাথার চারভাগের একভাগ মাসেহ্ করা।

৪। দোন পায়ের টাখনু সহ দোয়া।

গোসলের ফরজ ৩টি

১। কুলি করা।

২। নাকে পানি দেয়া।

৩। সমস্ত শরীর ভালভাবে ধৌত করা।

তায়াম্মুমের ফরজ ৩টি

১। নিয়ত করা।

২। সমস্ত মুখ একবার মাসে করা।

৩। দোন হাতের কনুই সহ একবার মাসেহ্ করা।

নামাজের মাসআলা

আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন

Leave a Comment