১। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
(ক) রিং
(খ) গুগল
(গ) ইয়াহু
(ঘ) পিপীলিকা
২। ইন্টারনেটের অধিবাসিদের কে কী বলা হয়?
(ক) ইউজার
(খ) নেটিজেন
(গ) সিটিজেন
(ঘ) ইন্টারজেন
৩। সার্ভার কী?
(ক) শক্তিশালী কম্পিউটার
(খ) ক্লায়েন্ট
(গ) ইউজার
(ঘ) মিডিয়া
৪। নেটওয়ার্ক প্রধানত কয়টি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
৫। এনাগল সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণিত করার কাজে ব্যবহার হয় কোনটি?
(ক) মডেম
(খ) রাউটার
(গ) হাব
(ঘ) সুইচ
৬। সমুদ্রের তলদেশ দিয়ে আলোক সিগন্যাল পাঠানোর মাধ্যমকে
বলা হয়?
(ক) অপটিক্যাল ফাইবার
(খ) টেলিফোন কেবল
(গ) সাবমেরিন কেবল
(ঘ) টেলিকমিউনিকেশন কেবল
৭। কোন যন্ত্রটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরী?
(ক) হাব
(খ) মডেম
(গ) সুইচ
(ঘ) রাউটার
৮। মহাকাশে কত সালে প্রথম জিও স্টেমনারি স্যাটেলাইট স্থাপন
করা হয়?
(ক) ১৯৪৪
(খ) ১৯৫৪
(গ) ১৯৬৪
(ঘ) ১৯৭৪
৯। আমাদের দেশে যে বাংলা সার্চ ইঞ্জিন তৈরী করা হয় তার নাম
কী?
(ক) গুগল
(খ) পিপীলিকা
(গ) খান একাডেমি
(ঘ) বাংলানেট
১০। নিচের কোনটি তথ্য প্রযুক্তির অবদান?
(ক) মানুষ
(খ) সমাজ
(গ) সভ্যতা
(ঘ) নেটওয়ার্ক
১১। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয়-
! সুইচ !! হাব !!! সার্ভার
নিচের কোনটি সঠিক ?
(ক) ! ও!! (খ) ! ও !!! (গ) !! ও !!! (ঘ) ! !! ও
!!!
১২। ব্রডকাস্ট পদ্ধতির উদাহরণ-
! টেলিফোন
!! ম্যাগাজিন
!!! খবরের কাগজ
নিচের কোনটি সঠিক ?
(ক) ! ও!! (খ) ! ও !!! (গ)!! ও!!! (ঘ) ! !! ও!!!
১৩। অপটিক্যাল ফাইবার –
! বৈদ্য্রতিক সিগনালকে আলোক সিগনালে পরিণতি করা
!! পৃথিবীর অক্ষে চব্বিশ ঘন্টায় ঘুরে আসে
!!!! এক ধরণের প্লাস্টিক / কঁাঁচের তন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) ! ও !! (খ) ! ও !!! (গ) !! ও !!!! (ঘ) !
!! ও !!!
১৪। নিচের কোনটি তথ্য প্রযুক্তির অবদান ?
(ক) মানুষ
(খ) সমাজ
(গ) সভ্যতা
(ঘ) নেটওয়ার্ক
১৫। নেটওয়ার্ক তৈরীতে কোনটি প্রয়োজন?
(ক) নিক
(খ) হার্ডডিস্ক
(গ) পেন ড্র্রাইভ
(ঘ) র্যাম
১৬। শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরী করা হয় তাকে কী
বলে?
(ক) pan
(খ) man
(গ) wan
(ঘ) lan
১৭. Router শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
ক. Root
খ. Radio
গ. Rout
ঘ. Routings
১৮. ডর- ঋর কী?
(ক) তার
(খ) ডাটা
(গ) নেটওয়ার্ক
(ঘ) মডেম
১৯। কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ?
ক. NSF net
খ. ARPANET
গ. WAN net
ঘ. ISDN
২০. Wan এর পূর্ণরুপ কী?
ক. Wide Area Netback
খ. Wide And Network
গ. Wide Area Network
ঘ. Word Area network.
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. গ, ১৯. খ, ২০. গ,