ইউক্রেন ছেড়ে পালাচ্ছে রুশ সেনারা

ইউক্রেন ছেড়ে পালাচ্ছে রুশ সেনারা। মন্তব্য বলদেমীর জেলেনস্কি

একটু একটু করে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। আর যাবার পথে গুরিয়ে দিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আজ ভরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়ার হামলার শুরুর কথা জানিয়েছেন কিয়েভের মেয়র ক্লিকসকো। ইতিমধ্যেই কিয়েভের বাসিন্দাদের একটা বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে।

এদিকে ক্রমাগত রুশ হামলায় সব চেয়ে ক্ষতি গ্রস্থ দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিয়েপল থেকে প্রথমবারের মতো অনেককে উদ্ধার করে নিকটবর্তী জাপরনেজিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মারিয়েপলে সাধারণ মানুষদের উদ্ধারে একাধিকবার আবেদন করা হলেও মস্কোর সারা মেলেনি।

তবে যুদ্ধের মধ্যেও ক্রেবলিনের মুখপাত্র দিমিস্রিপেস্কোভ জানিয়েছেন ইউক্রেনের বড় শহরগুলোতে এখনি ব্যাপকভাবে আঘাত হানতে নিষেধ করেছেন রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনের কাছে রাশিয়া এতপুত্রদ আসা করেনি বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট বলদেমীর জেলেনস্কি ।

তিনি দাবী করেছেন রুশ সেনারা বিভ্রান্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন। সরঞ্জাম পরিত্যাগ করছেন। তবে রাশিয়ার সাথে শান্তি আলোচনা চলবে বলেও জানান তিনি। যদিও ১৪ই মার্চ দুই পক্ষের মধ্যে চতুর্থ  দফার ভার্চূয়ালী বৈঠক কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায়। আজ তুরুস্কে আবারো দুই পক্ষের আলোচনার কথা রয়েছে।

ইউক্রেন ছেড়ে পালাচ্ছে রুশ সেনারা

ইউক্রেন দখলের দ্বারপ্রান্তে রুশ বাহিনী

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ

আমাদের চ্যানেল ভিজিট করুন

Leave a Comment