কাউকে কাফের বলার বিধান
হাদিস শরীফে এসেছে যদি কেউ কাউকে কাফের বলে তাদের মাঝে একজন অবশ্যই কাফের হবে। যাকে কাফের বলা হয়েছে বাস্তবেই যদি সে কাফের হয়ে থাকে তাহলে সঠিক আছে অন্যথায় যে কাফের বলবে উক্ত কুফরী আসমান-জমিনের মধ্য খানে চক্কর খেয়ে তাহার উপর পতিত হয় এবং সে কাফের হিসাবে গণ্য হয়।
এই জন্যে কাউকে কাফের বলার পূর্বে খুবই চিন্তা ভাবনা করা দরকার। তা নাহলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশী থাকে। আপকে মাসায়েল আওর উনকাহাল-৩৫৫।
এ পর্যন্ত শিরক বিল্লাহর বিবরণ সংক্ষিপ্ত আকারে পেশ করা হলো। এ পর্যায়ে শিরক ফিন-নবুওয়াত নিয়ে কিছু লেখার প্রয়োজন বলে মনে করছি। শিরক শব্দের অর্থ ও উহার প্রকার ভেদ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।
ইসলামী বইপুস্তক কিনতে এখানে ক্লিক করুন
যেকোন ভাষা অনুবাদ করতে এখানে চলুন
1 thought on “কাউকে কাফের বলার বিধান”