হযরত কা’ব ইবনে আমর রা. এর সংক্ষিপ্ত জীবনী

হযরত কা’ব ইবনে আমর রা. এর সংক্ষিপ্ত জীবনী

নাম : কা’ব।

উপনাম : আবুল ইয়াসার।

পিতার নাম : আমর।

তিনি ছিলেন একজন বিশিষ্ট আনসারী সাহাবী ।

ইসলাম গ্রহণ : বাইয়াতে আক্কাবায় তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেন । মুসলমান হওয়ার পর তিনি সবকটি জিহাদে শরীক হন । বদর যুদ্ধে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তাঁর হাতে বন্দী হয়েছিলেন ।

হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৪৭ টি হাদীস রেওয়ায়েত করেছেন ।

মৃত্যু : ৫৫ হিজরীতে কা’ব ইবনে আমর রাদ্বিয়াল্লাহু আনহু ১২০ বছর বয়সে মদীনায় ইন্তেকাল করেন । তিনিই সর্বশেষ ইন্তেকালকারী বদরী সাহাবী ।

তথ্যসূত্র-

১. তাহযীব ৫৭৭, ২. উসদুল গাবা ৩/৫৩৪, ৩. তাহযীবুল কামাল ৮/৪৪৭।

Leave a Comment