খাদীজা রা. এর ইসলাম গ্রহণ

খাদীজা রা. এর ইসলাম গ্রহণ : খাদীজা রা. রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর ঈমান আনলেন । আর এভাবে তিনিই ছিলেন এই উম্মতের সর্বপ্রথম মানুষ যিনি আল্লাহ ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর ঈমান আনলেন এবং তাঁর নবুওত ও রিসালতের স্বীকৃতি দিলেন। তিনি সর্বদা ছায়ার মতো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে লেগে থাকতেন। তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতেন। তাঁর হৃদয়কে মযবুত করতেন। তাঁর বোঝা হালকা করে দিতেন। মানুষের থেকে তাকে সান্ত্বনা দিতেন।

আলী বিন আবী তালিব ও যায়দ বিন হারিসার ইসলাম

অঃতপর ইসলাম গ্রহণ করলেন আলী বিন আবী তালিব রা.। তখন তার বয়স ছিল দশ বছর। ইসলামের পূর্বেও তিনি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তত্ত্বাবধানেই লালিত পালিত হচ্ছিলেন। এক দুর্ভিক্ষের সময় তিনি তাকে আবু তালিবের কাছ থেকে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিলেন।

অতঃপর ইসলাম গ্রহণ করলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আযাদকৃত ক্রীতদাস যায়দ বিন হারিসা রা.। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আযাদ করে পালকপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন । ১০০

এই সকল মানুষের ইসলাম গ্রহণ ছিল পৃথিবীতে তাঁর সবচেয়ে কাছের এবং তাঁর সততা ও আমানতদারি, ইখলাস ও ন্যায় নিষ্ঠা আর উত্তম চরিত্রের ব্যাপারে সর্বাধিক অবগত মানুষের সত্য সাক্ষ্য।

আবু হুরায়রা (রা.) এর জীবনী

নবীজি স. এর জীবনী

সাহাবীদের জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment