গোসলের ফরজ ও সুন্নাত সমূহ
গোসলের ফরজ ৩টি
১। কুলি।
২। নাকে পানি দেওয়।
৩। সমস্ত শরীর ধোত করা।
গোসলের সুন্নাত ৪টি।
১। উভয় হাতের হাতের কব্জিসহ ধোত করা।
২। শরীর থেকে নাপাক পরিস্কার করা।
৩। অজু করা।
বি.দ্র. যদি কেও এমন জায়গায় গোসল করে যেখানে গোসলের পানি জমা হয়, তাহলে ঐ অবস্থায় প্রথমে গোসল করবে এরপর পা ধোত করবে।
৪। সমস্ত শরীর তিন বারধোত করবে।