মাছ, মোরগ-মুরগি, ছাগল, গরু, মহিষ ইত্যাদি টাকার বিনিময়ে জীবিত অবস্থায় ওজন করে বেচাকেনা করা জায়েজ আছে। কিন্তু পশুর বিনিময় পশু ওজন করে বেচাকেনা করা জায়েজ নেই।
ফাটা পুরাতন নোট কম পয়সায় বিক্রি করা
যদি টাকা বেশি ফেটে এবং ছিড়ে যাওয়ার কারণে দোকানদার অথবা লেনদেনকারী তা নিতে না চায়, এবং ব্যাংক থেকে সহজে তা পরিবর্তন করে ভালো নেট নেওয়া যায় তাহলে উক্ত নোট তার থেকে কম পয়সায় বিক্রি করা জায়েজ নেই।
কিন্তু যদি যে কোন জায়গার ব্যাংক থেকে পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে এমতাবস্থায় উক্ত নোট কম দামে বিক্রি করা জায়েজ আছে। (ফতোয়ায়ে মাহমুদিয়া ৪/১৭৩)