টুথপেস্ট এর বিধান
কোলগেট, ক্লোজআপ ইত্যাদি যত টুথপেস্ট আছে, তা দ্বারা দাঁত পরিষ্কার করা জায়েজ আছে। শুধু সন্দেহের ভিত্তিতে নাজায়েজ বলা যাবে না।
শূকরের পশমের ব্রাশ প্রকৃত নাপাক, তা দিয়ে দাঁত পরিষ্কার করা অথবা দেয়ালে রং লাগানো জায়েজ নেই, তা মসজিদে ঢুকানো জায়েজ নেই, তা দ্বারা মসজিদ বা ঘর বাড়ির দেয়ালে রং করা জায়েজ নেই যতক্ষণ তরল থাকবে ততক্ষণ তা নাপাক থাকবে। তবে শুকিয়ে যাওয়ার পর পাক হয়ে যাবে। শুকরের পশমের ব্রাশ যে পানি বা পেইন্টের তরল রং এর মধ্যে পড়বে বিশুদ্ধ মত অনুযায়ী তা নাপাক হয়ে যাবে।