হজরত আব্দুল্লাহ ইবনে আনাস জাফর(রঃ) বলেন, আবু তালেবের ওফাতের পর কোরাযেশদের এক দুবৃত্ত নবী করিম(সঃ)-এর গায়ে মাটি ফেলল। নবীজী নিজ ঘরে ফিরে আসলেন। তার কন্যা পিতার চেহারার মাটি মুছতে মুছতে কাঁদতেছিল।
নবী করিম (সঃ) বললেন, কান্না করো না মা, আল্লাহ পাক তোমার পিতার হেফাজত করবেন। কোরায়েশের কোন লোক এই যাবদ কোন খারাপ ব্যবহার করতে সাহস পায় নাই। আবু তালেব ইন্তেকাল করেছে, এই কারণে তারা খারাপ ব্যবহার করতে শুরু করেছে।