নভম শ্রেণির ICT বহুনির্বচনি প্রশ্নপত্র
১। কোন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?
(ক) নান্দনিককার জন্য (খ) বারবার ব্যবহারের জন্য
(গ) পুনর্বিন্যাস করার জন্য (ঘ) কপি সুবিদার জন্য
২। কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করতে
হয়?
(ক) নিউ (খ) অপেন (গ) সেভ (ঘ) সেভ আজ
৩। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়?
(ক) লেখা লেখির কাজ (খ) ছবি সম্পাদনা
(গ) তথ্য ব্যবস্থাপনা (ঘ) হিসাব নিকা?
৪। গং ড়িৎফ এর ডিফল্ট ফাইল এক্সটেনশন কোনটি?
(ক) .ফড়প (খ) .ড়পী (গ) .ড়িৎফ (ঘ) .ঢ়ফভ
৫। পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফ্টওয়ার কোনটি?
(ক) এমএস ওয়ার্ড (খ) এমএস অফিস
(গ) প্রোগ্রামিং ভাষা (ঘ) উইডোজ
৬। প্রচলিত ধারনা ও যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাবিষিক্ত করার প্রবণতা বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে?
(ক) টাইপ রাইটার (খ) ইন্টারনেট
(গ) স্ক্যানার (ঘ) কম্পিউটার
৭। কী হিসেবে মাল্টিমিডিয়া ব্যাপকভাবে ব্যবহৃত?
(ক) গ্রাফিক্স (খ) শিক্ষা উপকরণ
(গ) সাউন্ড সিস্টেম (ঘ) এনিমেশন
৮। কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন কোন সফটওয়্যারটি
দিয়ে শুরু হয়?
(ক) ওপেনসোর্স ওয়ার্ড (খ) এমএস এক্সেল (গ)
ফটোশপ (ঘ) এমএস অফিস
৯। কোনটি বাংলাদেশের ডিজিটাল প্রকাশনার শতক?
(ক) অষ্টাদশ (খ) উনবিংশ (গ) বিংশ (ঘ) একবিংশ
১০। সারা দুনিয়াতে টেক্সট এর যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে।
(ক) কম্পিউটার (খ) কার্ড রিডার
(গ) টাইপরাইটার (ঘ) প্রিন্টার
১১। কোনটি অথরিং সফটওয়্যার?
(ক) ফটোশপ (খ) মায়া (গ) ফ্লাস (ঘ) এম এস ওয়ার্ড
১২। মুদ্রণে ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ
(ক) টাইপরাইটার (খ) মাউস (গ) কম্পিউটার (ঘ) ইন্টারনেট
১৩। পূর্বে অফিস-আদালতে টাইপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হতো।
(ক) ক্যালকুলেটর (খ) ফ্যাক্স (গ) টাইপরাইটার (ঘ) প্রিন্টার
১৪। কোনটি শক্তিশালী অথরিং সফটওয়্যার?
(ক) ফটোশপ (খ) ইলাস্ট্রেটর (গ) ফ্লাশ (ঘ) ওরাকল
১৫। Microsoft-office এর কোন সফটওয়্যারটি
প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়?
(ক) ওয়ার্ড (খ) এক্সেস (গ) পাওয়ারপয়েন্ট (ঘ) এক্সেল
১৬। কোন সফটওয়্যার টির বিকল্প নেই বললেই চলে?
(ক) পাওয়ারপয়েন্ট (খ) ফায়ারফক্স (গ) এমএস ওয়ার্ড (ঘ)
গুগল ক্রোম
১৭। সাজিয়ে গুছিয়ে লেখালেখির কাজ কে উপস্থাপন করার পদ্ধতিকে কি বলে?
(ক) স্প্রেডশিট টেক্সট (খ) ফরমেটিং টেক্সট
(গ) ফন্ট চেক (ঘ) টেক্সট চেক
১৮। লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে?
(ক) ক্লিপ আর্ট (খ) চার্ট (গ) ফন্ট (ঘ) স্টাইল
১৯। কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নাম্বার আইকন কমেন্ট পাওয়া যায়?
(ক) ইনসার্ট (খ) ফন্ট গ্রুন (গ) হোম (ঘ) পেইন্টার
২০। ফন্ট গ্রুপের আন্ডারলাইন আইকনের চিহ্ন নিচের কোনটি?
(ক) B (খ) U (গ) A (ঘ) U
২১। ফন্ট বলতে বোঝায় নিচের কোনটি?
(ক) বিভিন্ন ধরনের লিস্ট (খ) বিভিন্ন ধরনের অক্ষর
(গ) বিভিন্ন ধরনের শব্দ (ঘ) বিভিন্ন ধরনের আইকন
২২। লেখালেখির সাজসজ্জায় প্রথমেই কোনটি বিবেচনা করতে হয়
(ক) ফন্ট (খ) কালার (গ) ফন্টের সাইজ (ঘ) মার্জিন
২৩। লেখালেখি সম্পাদনার প্রথম কাজ কোনটি?
(ক) মার্জিন নির্ধারণ (খ) ছবি সংযোজন
(গ) বানান সংশোধন (ঘ) লাইন ব্যবধান নির্ধারণ
২৪। অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি প্রথমে পাওয়া যাবে?
(ক) চার্ট (খ) নিউ (গ) রিভিউ (ঘ) রেফারেন্স
২৫। লেখালেখি সাজসজ্জা গুলো হলো-
i বুলেট
ii লাইনের ব্যবধান
iii নম্বর
(ক) i I ii (খ) i I iii (গ) ii I iii (ঘ) i, ii I iii