নাহবেমীর কিতাবের লেখক বা মুছান্নিফ

নাহবেমীর কিতাবের লেখক বা মুছান্নিফ

আলী ইবনে মুহাম্মাদ মীর সাইয়িদ  শরীফ (রহ)

জন্ম ও  বংশ:

নাহবেমীর গ্রন্থকারের প্র্রকৃত নাম আলী । কুনিয়াত আবুল হাসান। লকব  যাইনুদ্দিন। পিতার নাম  মুহাম্মাদ। দাদার নাম আলী।  তিনি মীর সাইয়দ শরীফ নামে  প্র্রসিদ্ধ ছিলেন।

শিক্ষাজীবন:

মীর সাইয়িদ শরীফ (রহ) ছোট বেলাতেই ইলমে আদব (আরবী  সাহিত্য) শিক্ষালাভ করেন। অতঃপর তিনি শরহে মাতালে, কুতবী প্রভৃতি কিতাবাদি স্বয়ং গ্রন্থাকারের নিকট পড়ার উদ্দেশ্যে হেরাত গমন  করেন। ‍তিনি যখন হেরাত পোঁছেন তখন কুতুবুদ্দিন রহ. বৃদ্ধাবস্থায় উপনীত হয়ে গিয়েছিলেন। কুতুবুদ্দিন তাকে দেখে বললেন, তোমার পড়ানোর মত শক্তি এখন আর আমার নেই। ‍কাজেই তুমি আমার  ছাত্র মুবারক শাহের নিকট কায়রোতে চলে যাও। তিনি তার কথা মত কায়রোতে চলে গেলেন। এবং মুবারক শাহের নিকট বিভিন্ন  বিষয়ে জ্ঞান লাভ  করেন।

রচনাবলী:

আল্লামা সৈয়দ শরীফ রহ. অসংখ্য অমুল্য গ্রন্থ রচনা করেন। যেমন: ছুগরা- কুবরা, তরজুমায়ে কুরআন (ফার্সি), হাসিয়ায়ে বায়জবী, হাশিয়ায়ে মিশকাত, হাশিয়ায়ে হেদায়া, শরহে মাতালে, মীর কুতবী, ছরফে  মীর, তারিকুল  আশইয়া।

ইন্তেকাল:

মীর সাইয়িদ শরিফ রহ.  ৬ই রবিউল আউয়াল ৮১৬ হিজরী সনে ইহলোকের মায়া ছেড়ে মহান প্রভুর সান্নিধ্যে গমন করেন।

গোপন মাসাআলা

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment