পাঁচ ওয়াক্ত নামাযের সময়

পাঁচ ওয়াক্ত নামাযের সময়

এক : ফজরের নামাযের সময় : সুবহে সাদেকের শুরু থেকে সূর্যোদয় পর্যন্ত ।

দুই : জোহরের সময় : সূর্য হেলে পড়ার পর থেকে কোন জিনিসের ছায়া ছায়াটুকু বাদ দিয়ে এক দ্বিগুণ হওয়া পর্যন্ত।

তিন : আসরের সময় : জোহরের ওয়াক্তের শেষ সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে সূর্য বিবর্ণ হওয়ার পরের সময়টুকু মাকরূহ।

চার : মাগরিবের সময় : সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশের লালীমার পর শুভ্র আভা বিলীন হওয়া পর্যন্ত । [সোয়া ঘণ্টা থেকে সর্বোচ্চ দেড় ঘণ্টা]

পাঁচ : এশার সময় : মাগরিবের শেষ সময় থেকে সুবহে সাদেক হওয়া পর্যন্ত। তবে মধ্য রাত্রের পর এশার নামায মাকরূহ এর সাথে আদায় হবে।

মাসআলা : এশার সময়টুকুই বিতিরের সময়। তবে এশার নামাযের পূর্বে বিতির পড়া যায় না। এবং মধ্য রাত্রির পর বিতির এর নামায মাকরূহ হয় না বরং শেষ রাতে পড়াই উত্তম।

Leave a Comment