প্রশ্ন: অলিদের কবরে গিয়ে সাহায্য চাওয়া কি জায়েজ?

প্রশ্ন: অলিদের কবরে গিয়ে সাহায্য চাওয়া কি জায়েজ?

উত্তর: বুযুর্গদের কবর জিয়ারত করা জায়েজ আছে তবে সুন্নত তরিকায় হতে হবে কিন্তু তাদের কাছে সাহায্য চাওয়া হারাম অর্থাৎ কবরে গিয়ে বলা যে, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে সন্তান দান করুন, আমাকে সম্পদ দান করুন ইত্যাদি এভাবে চাওয়া বা এভাবে তাদের কাছে প্রার্থনা করা সম্পূর্ণ হারাম

আল্লাহর কাছে চাইতে হবে কেননা আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করার শক্তি রাখে না সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, সে যেই হোক সেটা হবে শিরক  কেননা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে অর্থাৎ শিরকি গুনাহ করবে সে জাহান্নামে যাবে আর যে ব্যক্তি আল্লাহ তায়ালার সাথে কাউকে শরীক করবে না সে জান্নাতে যাবে

আল্লাহ তা’য়ালা আমাদের উক্ত বিষয়টি বুঝার তৌফিক দান করুন “আমিন”

কুসংস্কার বা কু-প্রথার

Type

Leave a Comment