বর্তমান তাবলীগীরা কি ওহাবী?
পুনরায় ধৌত করতে হয়। বড়ই পরিতাপের বিষয়, এ মুর্খ, কুরআন-হাদীসের জ্ঞানহীন ও ভণ্ডরা না জেনে না বুঝে তাবলীগিদেরকে কাফের মনে করে। কিন্তু কেন কাফের মনে করে তাও তারা বলতে পারে না । আর আল্লাহর হাবীর (সা:) ইরশাদ করেন- যে ব্যক্তি কোন ব্যক্তিকে কাফের বলে অথচ তিনি কাফের নন, তবে তা নিজের উপরই বর্তায় । অথচ তাবলীগ পবিত্র কুরআন-হাদীসের হুকুম। এ সম্পর্কে কুরআন ও হাদীসের অগণিত দলিল-প্রমাণ পূর্বে উল্লেখ করা হয়েছে। আমি তাবলীগ বিরোধীদের আরেকটি চ্যালেঞ্জ ছুরলাম ।
তাহলো- কেউ যদি নিজেকে মানুষ বা সুন্নী দাবী করে তাহল কোনভাবেই পমাণ করতে পারবে না যে তাবলীগীরা ওহাবী । চ্যালেঞ্জ দিয় বলতে পারি বর্তমানে ওহাবী বলতে কেউ নাই; এটা শুধু একটি অপবাদ মাত্র। তবে যদি ওহাবী থাকার দাবী কেউ করে তাহলে যথেষ্ট দলিল-প্রমাণের মাধ্যমে আমি বলতে পারি নামধী সুন্নী রেজভী, আটরশি, দেওয়ানবাগী, মাজার পুজারী, কবর ও পীর পুজারী যারা তারাই ওহাবী । যারা বে-নামাযী তারাই ওহাবী। যারা তাবলীগ বিরোধী তারা নবীর দুশমন ওহাবী ।