বিজ্ঞাপন নীতিমালা ও মূল্য তালিকা

বি.দ্র. আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যানার তৈরি করতে আলাদা ফি প্রদান করতে হবে না। শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য ১০% ডিস্কাউন্ট।

বিজ্ঞাপন মূল্য তালিকা ও নীতিমালা

সম্মানিত ভিজিটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে নিয়মিতভাবে দেশের তথ্যবহুল ও পাঠক নন্দিত ওয়েব পোর্টাল “islamimedia.com” এ আকর্ষণীয় মূল্যে বিজ্ঞাপন প্রচার করা যাবে। ইংশাআল্লাহ্

ইসলামী মিডিয়া ওয়েবসাইটে বিজ্ঞাপনদাতা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ যুগে মানুষ তার ব্যবসা-বাণিজ্য ও পণ্যের বিজ্ঞাপন প্রকাশের জন্য নির্ভরশীল হয়ে পড়েছে ইন্টারনেটের উপর। সুতরাং আপনি কেন পিছিয়ে থাকবেন। আপনার পণ্যের বিজ্ঞাপন প্রকাশ করুন জনপ্রিয় ‘islamimedia.com’ ওয়েবপোর্টালে।

আমরা আপনাদের সাথে আছি, ইংশাল্লাহ। আপনার পন্যের প্রচারে সহযোগিতা করবো আমরা। ”প্রচারেই প্রসার”। সুতরাং খুব স্বল্প মূল্যে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে বিজ্ঞাপন গ্রহণ করে থাকি।

বিজ্ঞাপনের শর্তসমূহ :

১। বিজ্ঞাপন হিসাবে শরিয়ত সম্মত যে কোন বিজ্ঞাপন সংশ্লিষ্ট ডিজাইন, ছবি, লেখা, ফ্লাশ ব্যানার বিজ্ঞাপন হিসাবে প্রচার করা যাবে।

২। বি.দ্র. আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যানার তৈরি করতে আলাদা ফি প্রদান করতে হবে না। আপনার চাহিদা অনুযায়ী ছবি ও লেখা পাঠাতে হবে।

৩। বিজ্ঞাপনের ধরণ অনুযায়ী তার মূল্য অগ্রীম পরিশোধ সাপেক্ষে বিজ্ঞাপন প্রকাশ করা হবে।

৪। নিচে বিজ্ঞাপন তালিকা থেকে কোন সাইজের বিজ্ঞাপন প্রচার করতে চান? তা আমাদের জানাতে পারবেন এবং তদনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে।

৫। শিক্ষার্থী ও আলেম উলামাদের জন্য ১০% ডিস্কাউন্ট।

৬। বর্তমান অফার শেষ হলে, পরবর্তী মাসে বিজ্ঞাপন রেট বাড়তে পারে।

স্থান/পাতাসাইজমেয়াদমূল্যঅবস্থা
হেডারের নিচে৯০০×১৪০ পিক্সেল১ মাস৳ ৩০০০খালি আছে
হোম পেজের মাঝে৬৪০×৯০  পিক্সেল১ মাস৳ ২০০০খালি আছে
হোম পেজের নিচে৬৪০×৯০  পিক্সেল১ মাস৳ ১,৫০০খালি আছে
ডান পাশে৩০০×২০০ পিক্সেল১ মাস৳ ২০০০খালি নেই
আর্টিক্যালের উপরে৬৪০×১০০ পিক্সেল১ মাস৳ ১৫০০খালি নেই
আর্টিক্যালের নিচে৬৪০×১০০ পিক্সেল১ মাস৳ ১০০০খালি আছে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুনঃ 

বিজ্ঞাপন সংক্রান্ত যে কোন বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন:
মোবাইল: 01303483365 / ই-মেইল: islamimedia100@gmail.com

Leave a Comment