বিশ্বনবী স.এর জীবনে কতবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন?
নবীজি স. ছিলেন বিশ্ববাশীর জন্য জন্য রহমত স্বরূপ। তিনি মানুষকে আদর্শ শিক্ষা দিয়েছেন,সততা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি ছিলেন সর্বোচ্চ নরম তবিয়াতের মানুষ। তার আখলাক-চরিত্র দেখে হাজারো ইহুদী-খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অন্যদিকে তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। আর ইসলাম ও ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য প্রয়োজনে কাফেরদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন অস্ত্র হাতে তুলে নিতেন ও যুদ্ধ করতেন।
সুতরাং এ থেকে বোঝা যায় দ্বীনের দাওয়াত দেওয়া, নামাজ পড়া, রোজা রাখার যেমন ইবাদত,তেমনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ও যুদ্ধ করাও ইবাদত। তাছাড়া যখন পাকিস্তানি জালেমরা বাঙালি নিরীহ মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করা শুরু করে তখনও মানুষের এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইবাদত।
আসুন এবার জেনে নেই রাসুল স. এর জীবনে কতগুলো যুদ্ধ করেছেন।
এ বিষয়ে ইমাম বুখারী (রঃ)….কিতাবুল মাগাযীতে উল্লেখ করেন যায়দ ইবন আরকাম থেকে বর্ণিত আছে,তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসুলুল্লাহ্ (সা) কয়টি গাযওয়ায় অংশগ্রহণ করেছেন ? তিনি বললেন ১৯ টিতে ৷
আর এগুলোর মধ্যে যুদ্ধ করেন ৮ টিতে ৷ হাকিম (র.) হিশাম সুত্রে কাতাদার বরাতে বর্ণনা করেন,রসুলুল্লাহ্ (স.) এর গাযওয়া এবং সারিয়ার মোট সংখ্যা ছিল ৪৩ টি ৷
এবার প্রশ্ন হলো গাযওয়া ও সারিয়া কি?
গাযওয়া হলো ঐ সব যুদ্ধাভিযান,যেণ্ডলোতে স্বয়ং নাবী কারীম (সাঃ) উপস্থিত ছিলেন ৷ পক্ষান্তরে সারিয়া বলা হয় তাঁর প্রেরিত বাহিনীগুলির অভিযান সমূহকে। অর্থাৎ আল্লাহর রাসুল স. একটি যুদ্ধের জন্য দল তৈরি করে পাঠিয়েছেন তাকে সারিয়া বলে।
ইমাম আহমদ (র.) আযহার ইবন কাসিম রাসিবী সুত্রে কাতাদা থেকে বর্ণনা করেন, রসুলুল্লাহ্ (স)-এর গাযওয়া ও সারিয়ার মোট সংখ্যা ৪৩টি (১৯টি গাযওয়া আর ২৪টি সারিয়া)
তাহলে আমরা বুঝতে পারলাম বিশ্বনবী (সঃ) এর জীবদ্দশায় ১৯ টি গাযওয়া + ২৪ টি সারিয়া = ৪৩ টি যুদ্ধ সংগঠিত হয়।
তথ্য সূত্রঃ আল বিদায়া ওয়ান নিহায়া, তৃতীয় খন্ডঃ ৪২৯পৃ.