ব্রণ সারানোর ঔষধ ব্রণ হতে আরোগ্যের উপায়

ব্রণ সারানোর ঔষধ ব্রণ হতে আরোগ্যের উপায়

ব্রণ একজন যুবক যুবতীর জন্য খুব মারাত্মক একটি রোগ। ব্রণ দেখতে ছোট ছোট ঘামাচির ন্যায়। যার চেহারায় ব্রণের সমস্যা তার জীবনে দুঃখের শেষ নেই। কারণ একজন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার চেহারার কারণে। আর সেই চেহারায় যদি ব্রন থাকে, তাহলে সে চেহারা কুচ্ছিত দেখা যায়। তাই আপনাদের জন্য নিচে তিনটি ব্রণ দূর করার, ব্রণ সারানোর উপায় উল্লেখ করা হলো। নিচের যেকোন একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

১। পুরাতন গিয়ে কর্পূর মিশিয়ে সামান্য গরম করে ব্রণের উপর লাগালে ব্রণ ভালো হয়।

১। গোলমরিচ পানিসহ উত্তমরূপে বেটে ব্রনে প্রলেপ দিলে ব্রণ ভালো হয়।

৩। চিনি ও কাপড় কাচা সাবান সমভাবে নিয়ে সামান্য পানিসহ ভালোভাবে মর্দন করে ন্যকরার পট্টি ব্রণের উপর লাগালে ব্রণ আরোগ্য হয়।

Leave a Comment