ব্রণ হতে আরোগ্যের উপায়
১। পুরাতন ঘিয়ে কপর্ূূর মিশিয়ে সামান্য গরম করে ব্রণের উপর লাগালে ব্রণ ভালো হয়।
২। গোলমরিচ পানিসহ উত্তমরূপে বেটে ব্রণ প্রলেপ দিলে ব্রণ ভালো হয়।
৩। চিনি ও বাঙরা সাবান (কাপড় কাচা সাবান) সমভাবে নিয়ে সামান্য পানিসহ ভালোভাবে মর্দন করে ন্যাকড়ার পট্টি ব্রণের উপর লাগালে ব্রণ আরোগ্য হয়।