মনে মনে কেরাত পড়া
কেরাত, দরুদ, অজিফা এবং কুরআন শরীফ উচ্চারণ না করে মনে মনে এমন ভাবে পড়ল যে, জিহ্বা দ্বারা কোন শব্দ বের হলো না। না আস্তে না জোরে, তাহলে নামাজের না ফরজ আদায় হল, আর না সুন্নাত, আর না অজিফা।
সুতরাং সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুগণ, এমন ভাবে পড়তে হবে যেন সেটা নিজ কানে হালকা ভাবে শোনা যায় আবার এত জোরে পড়বে না যাতে পাশের মানুষের অসুবিধা হয়। এমন ভাবে পড়তে হবে যাতে নিজে নিজে হালকাভাবে শোনা যায়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।( ফতোয়ায়ে রশিদিয়া ৩১৯)