মসজিদে তাবলীগ জামাত ঢুকতে না দোয়া

মসজিদে তাবলীগ জামাত ঢুকতে না দোয়া

বর্তমানে যে তাবলীগ জামাতের নামে সারা পৃথিবীতে ঈমানের মেহনত চলছে তা একটি নিরব বিপ্লব । যাদের ঈমান ও আমল নিয়ে কোন ফিকির ছিলনা, সুন্নাতের কোন খবর ছিল না, কুরআন শরীফ সহীহ করে পড়ার কোন ফিকিরই অন্তরে পয়দা হয়নি, যারা কখনো নামায তো দূরে কথা ঈমান কাকে বলে? কালেমা কি? কালেমার লাভই বা কি? কিছুই জানতো না, কিন্তু এক তাবলীগের ওসিলায় সকল অন্ধকার দূর হয়ে আলোর মুখ দেখতে পাচ্ছে ।

নবী ওয়ালা কাজকে নিজের জীবনের বাড়ী গাড়ী ও মাকসাদ বানাচ্ছে। যে সকল মসজিদগুলোতে মুসল্লি নেই, তালীম নেই, গাশত নেই, দাওয়াত নেই সে সকল মসজিদগুলোতে নামাযীর সংখ্যা বাড়াচ্ছে, তালীম চালু করছে, গাশত ও দাওয়াতের কাজ পুরোদমে চলছে, সেই মেহনতী ও বরকতময় সাথী ভাইদের সহযোগীতা না করে উল্টো শক্তি ও প্রভাব খাটিয়ে মসজিদে তাবলীগের কাজ নিষিদ্ধ করতে চাচ্ছে তাদের ব্যাপারে রাব্বুল আলামীন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন-

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا .

Leave a Comment