মাথা বেদনার চিকিৎসা

মাথা বেদনার চিকিৎসা

এক, কালোজিরা বেটে উহা জয়তুনের তেলের সাথে মিশিয়ে। পরে তা য়া ছেঁকে ওই তেল নাকের ভিতর দিলে মাথা ব্যথা উপশম হয়।

দুই, পুদিনা বেঁটে সামান্য পানিতে ভালো করে কপালে দিলে মাথা ব্যথা দূর হয়।

তিন, মোরগের পিত্ত মালিশ করলে মাথা বেদনা বিশেষ উপকার হয়ে থাকে।

চার, সূরা ওয়াকিয়ার নিচের এই আয়াতটি তিনবার পড়ে একটি  ফু দিতে হবে এভাবে ৭বার করতে হবে। তাহলে  মাথাব্যথা দূর হবে। ইনশাআল্লাহ

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

রাসুলুল্লাহ (স.) এর জন্ম ও মৃত্যু

Text

Leave a Comment