মুহাম্মদ ইবনে সিরীন রহ. এর জীবনী
উপনাম : আবু বকর।
পিতার নাম : সিরীন
মাতার নাম : সাফিয়া।
তিনি একজন শীর্ষস্থানীয় তাবেয়ী।
জন্ম : তিনি ৩৩ হিজরীতে বসরায় জন্মগ্রহণ করেন।
দাসত্ব থেকে মুক্তি : মুহাম্মদ ইবনে সিরীনের মা সাফিয়্যা হযরত আবুবকর রাদ্বিয়াল্লাহু আনহুর দাসী ছিলেন। ইবনে সিরীনের প্রথম জীবন দাসত্বের ভিতর দিয়েই কাটে। পরবর্তীতে আনাস ইবনে মালেক রাদ্বিয়াল্লাহু আনহুর হাতে তিনি আযাদ হন।
গুণাবলী : ইবনে সিরীন রহমাতুল্লাহি আলাইহি ছয় ভাই-বোন ছিলেন। তাঁরা সকলেই নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ বুযুর্গ ছিলেন। ফেকাহ এবং হাদীস শাস্ত্রে তাঁর গভীর জ্ঞান ছিলো। স্বপ্নের ব্যখা প্রদানে তিনি বিশেষ এলেমের অধিকারী ছিলেন। আল্লাহর ভয় তাঁর মধ্যে এতো বেশী ছিলো যে, মৃত্যুর কথা স্মরণ হলে তাঁর চেহারার রং পরিবর্তন হয়ে যেতো। খাল্ফ ইবনে হিশাম বলেন- আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে সিরীনকে এমন উত্তম চরিত্র ও বিনয় দান করেছিলেন যে, তাঁকে দেখলে আল্লাহর কথা স্মরণ হতো।
হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি আনাস, ইবনে ওমর, আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুম প্রমূখ থেকে হাদীস রেওয়ায়েত করেছেন।
মৃত্যু : ইবনে সিরীন রহমাতুল্লাহি আলাইহি ৭৭ বছর বয়সে ১১০ হিজরী ৯ শাওয়াল ইন্তেকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৫/৪৭৫, ২. তাহযীবুল কামাল ৯/২৪, ৩. তাযকিরা ১/৬২, ৪ আততারীখুল কাবীর ১/৯৪, ৫. তাহযীবুত তাহযীব ৭/২০০, ৬. হিলইয়া ১/১৫৬।