মোবাইল ফোনের মাধ্যমে বেচাকেনা করা জায়েজ আছে কি

বর্তমান যুগে মোবাইল টেলিফোন ব্যবসা-বাণিজ্য কারবারের জন্য একটা সহজ ও সর্বোত্তম মাধ্যমে পরিণত হয়েছে। সুতরাং যখন টেলিফোনে আলাপকালে পরিচিত ব্যক্তি হবে,

এবং উহার উপর পূর্ণ বিশ্বাস থাকবে আর তাতে ধোকা ও প্রতারণায় পড়ার আশঙ্কা না থাকবে আর যার সাথে লেনদেন করা হচ্ছে সেও ব্যবসায়ীর লাইনে পরিচিত

এবং প্রসিদ্ধ হয়, তাহলে এমত অবস্থায় টেলিফোনের মাধ্যমে বেচাকেনা করা জায়েজ আছে। (ইযাহুন্নাওয়াদের ১/২৭ ইসলামিক ২/৩০১)

প্রাণহীন বস্তুর ফটো ও তার ব্যবসা

প্রাণহীন বস্তু যেমন অট্টালিকা, গাছ, ফুল-ফল পাহাড় ইত্যাদির ছবি তোলা জায়েজ আছে এবং এগুলোর ব্যবসা করা জায়েজ।

Sutterstock নামে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে বিভিন্ন ছবি বিক্রি করে উপার্জন করার সুবিধা রয়েছে। যেমন কোন ব্যক্তি যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং ফলমূল গাছপালা এর ছবি তুলে Sutterstock এ স্টোর করে এবং সেটা বিক্রি হওয়ার পর তার কমিশন পায় সেটা সম্পূর্ণ জায়েজ।

যে চারটি কারণে গোসল ফরয হয়

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment