রবিয়াতুর রায় রহ. এর জীবনী
নাম : রবীআ।
উপাধি : আবু ওসমান।
পিতার নাম : আবু আব্দুর রহমান ফাররুখ।
তিনি একজন বিশিষ্ট তাবেয়ী। ইজতেহাদ এবং কিয়াসের প্রতি বেশী মনোনিবেশ থাকায় তিনি ‘রবীআতুর রায়’ নামেই পরিচিতি লাভ করেন। গুণাবলী : রবীআতুর রায় রহমাতুল্লাহি আলাইহি বেশ ক’জন সাহাবীর সংস্পর্শ পেয়েছেন। তিনি মদীনার শ্রেষ্ঠ আলেম ছিলেন। তাবেয়ীদের বড় ইমাম ছিলেন। ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি সহ আরও বিখ্যাত মনীষী তাঁর শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবং আরও বড় বড় মুহাদ্দিস তাঁর থেকে হাদীস রেওয়ায়েত করেছেন।
মনীষীদের দৃষ্টিতে : আব্দুল আযীয ইবনে মাজিশুন বলেন- রবীআর চেয়ে অধিক হাদীস মুখস্থকারী কাউকে দেখিনি। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি তাঁকে সেকাহ রাবীদের অন্তর্ভুক্ত করেছেন। সারওয়ার বলেন- আমি রবীআতুর রায়ের চেয়ে অধিক জ্ঞানী কাউকে দেখিনি।
মৃত্যু : ১৩৬ হিজরীতে তিনি ইন্তেকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৬/৩৪৩, ২. তাহযীবুল কামাল ৩/৪৮২, ৩. তাযকিরা ১/১১৮, ৪ আততারীখুল কাবীর ৩/২৪৯, ৫. তাহযীবুত তাহযীব ৩/৮৩, ৬. হিলইয়া ২/৩২।