রাসূলুল্লাহকে হাযির-নাযির আকিদা পোষণ কারীর ইমামতি কি জায়েজ?
উত্তর: যে ব্যক্তি রাসূলুল্লাহ স. কে হাযির-নাযির জানে এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এ আকিদা বিশ্বাস পোষণ করে, এমন ব্যক্তিকে ইমাম বানানো জায়েয নেই। যদি এমন কোন ব্যক্তি ইমাম হয়ে থাকে তাহলে সমস্ত নামাজিদের উচিত এমন ব্যক্তিকে ইমামতি থেকে হটিয়ে
সুন্নাতের অনুসারী, পবিত্রতা এবং নামাজের মাসআলা-মাসায়েল সম্পর্কে অবগত, ভালো আকিদার ব্যক্তিকে ইমাম নিয়োগ দেবে।অন্যথায় সবাই গুনাহগার হবে (ফতোয়ায়ে মাহমুদিয়া ২খন্ড 78-79 নং পৃষ্ঠা।