রাহমাতুল্লাহি আলাইহি কখন পড়তে হয়

রাহমাতুল্লাহি আলাইহি। নবী-রাসুল (স.) ও সাহাবায়ে কেরামের পরে যারা হক্কানী আলেম উলামা ও দ্বীন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রেখেছেন তাদের নাম বললে ‘রাহমাতুল্লাহি আলাইহি’ অথবা রহিমাহুল্লাহ পড়তে হয়। এর অর্থ- আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো, কোন হক্কানী আলেম ওলামাদের নাম বললে রহমাতুল্লাহি আলাইহি বলা। এ শব্দটি বলা অর্থাৎ তার জন্য দোয়া করা। কেননা আমরা মুসলিম আর যারা ইসলামের জন্য ত্যাগকরেছেন, এলেম প্রচার করেছেন, দ্বীন প্রচার করেছেন তাদের জন্য অবশ্যই আমাদের দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন।

Leave a Comment