সর্দি কাশির চিকিৎসা ও তদবির

সর্দি কাশির চিকিৎসা ও তদবির

সর্বদা সর্দি লেগে থাকলে, সরিষার তেল ও পানিতে “সূরা আর রাহমানের ৩৩ আয়াত পড়ে দম দিবে (ফুক দিবে)  সকাল ও দুপুরে গোসলের পূর্বে উত্তমরূপে শরীরে মালিশ করলে এতে দূষিত কফ ও সর্দি বের হয়ে যাবে।

সর্দি লেগে থাকলে এবং শুকিয়ে গেলে এশার পর ঘুমানোর পূর্বে  সরিষার তেল,  রসুন এবং কালোজিরা মিশিয়ে গরম করে নাকে কানে ব্যবহার করলে ইনশাল্লাহ সর্দি কাশি দূর হবে।

ডাক্তারি চিকিৎসা  : হিস্টাসিন ইটিজিন ইত্যাদি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন।

যে চারটি কারণে গোসল ফরয হয়

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment