হতাশা দূর করার কুরআনের বানী (আয়াত)
আমি বললাম
আমি ব্যর্থ”—-
আল্লাহ বলেন -قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ
বিশ্বাসীরা সফল হয়। ( সূরা-আল-মুমিনুন আয়াত-১)
আমি বললাম,
আমার জীবনে অনেক কষ্ট,
আল্লাহ বললেন,اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا
নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। (সুরা- আল-ইনশিরাহ্ আয়াত-৬)
আমি বললাম
আমাকে কেউই সাহায্য করেনা”—আল্লাহ বলেনঃ وَ کَانَ حَقًّا عَلَیۡنَا نَصۡرُ الۡمُؤۡمِنِیۡنَ
মু’মিনদের সাহায্য করা আমার দায়িত্ব। (সুরা- আর-রুম আয়াত-৪৭)
আমি বললাম
আমি দেখতে খুবই কুৎসিত”
আল্লাহ বলেনঃ لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
আমি মানুষকে সৃষ্টি করেছি। সুন্দরতম আকৃতিতে।(সূরা- আত-তীন আয়াত-৪)
আমি বললাম
আমার সাথে কেউ নেই”আল্লাহ বলেনঃ قالَا تَخَافَآ اِنَّنِىۡ مَعَكُمَاۤ اَسۡمَعُ وَاَرٰى ٤٦
তিনি বললেন, ‘তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, আমি (সব কিছু) শুনি আর দেখি। (সূরা- ত্বা-হা আয়াত-৪৬)
আমি বললাম
আমার পাপ অনেক বেশি”—
আল্লাহ বলেনঃ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَ یُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ
নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।(সূরা আল বাকারাহ আয়াত-২২২)
আমি বললাম
আমি সবসময় অসুস্থ থাকি”—
আল্লাহ বলেনঃ وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ
আমি অবতীর্ণ করেছি কুরআন, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া।(সূরা-আল-ইসরা আয়াত-৮২)
আমি বললাম
এই দুনিয়া আমার ভালা লাগেনা,
আল্লাহ বললেন, وَ لَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی
আমার কিছুই নেই”—–আল্লাহ বলেনঃ তোমার জন্য পরকাল, ইহকাল।
অপেক্ষা শ্রেয়।(সূরা- আদ দোহা আয়াত-৪)
আমি বললাম
বিজয় অনেক দুরে”—আল্লাহ বলেনঃ نَصۡرٌ مِّنَ اللّٰهِ وَ فَتۡحٌ قَرِیۡبٌ
সাহায্য আল্লাহর পক্ষ থেকে আর বিজয় নিকটবর্তি (সূরা আল বাকারাহ আয়াত-১৪)
আমি বললাম
আমার জীবনে খুশি নেই”—-আল্লাহ বলেনঃ وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی
শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।(সূরা- আদ দোহা আয়াত-৫)
আমি বললাম
আমি সবসময় হতাশ”—-আল্লাহ বলেনঃ وَ لَا تَهِنُوۡا وَ لَا تَحۡزَنُوۡا وَ اَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ
আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাক।( সূরা-আলে-ইমরান আয়াত-১৩৯)
আমি বললাম
আমার কোন পরিকল্পনা সফল হচ্ছেনা।
আল্লাহ বলেনঃ وَ اللّٰهُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ
আল্লাহ সর্বোত্তম পরিকল্পনকারী। (সূরা-আলে-ইমরান আয়াত-৫৪)
আমি বললাম
প্রিয় জিনিসটি পেলাম না”—-আল্লাহ বলেনঃ وَ عَسٰۤی اَنۡ تُحِبُّوۡا شَیۡئًا وَّ هُوَ شَرٌّ لَّکُمۡ
আর তোমরা হয়তো এমন জিনিসকে পছন্দ করছ, যা তোমাদের জন্য অকল্যাণকর।(সূরা আল বাকারাহ আয়াত-২১৬)
আমি বললাম
সুখ কখন আসবে?”আল্লাহ বলেনঃ سَیَجۡعَلُ اللّٰهُ بَعۡدَ عُسۡرٍ یُّسۡرًا
আল্লাহ কঠিন অবস্থার পর সহজতা দান করবেন। (সূরা-আত-তালাক আয়াত-৭)