হযরত হাওয়া (আঃ) এর জীবনী

ইসলামের ইতিহাস

হযরত হাওয়া (আঃ)

বিবি হাওয়া (আঃ)-আদি মানব হযরত  আদম(আঃ)-এর স্ত্রী এবং মানব জাতির মাতা। আল্লাহ্ তা’আলা স্বীয় অসীম কুদরতে বিবি হাওয়াকে আদি পিতা আদমের (আঃ)-এর বাম পাঁজরের হাড্ডি হতে পয়দা  করেছেন। অতঃপর উভয়রে মধ্যে বিবাহ বন্ধন স্থাপন করছেন।

তাদের বাসস্থান হয়েছিল বেহেশ্তের বাগিচা।সেখানে একটি গাছের ফল আল্লাহ তা’আলা তাদের জন্য হারাম করে দিয়েছিলেন। কিন্তু ইবলিসের চক্রান্তে পড়ে তারা উক্ত ফল ভক্ষণ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তা’য়ালা তাদেরকে এই নাফরমানীর জন্য এই জগতে পাঠায়া দেন।

এখানে এসে তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে থাকেন। অবশেষে আল্লাহতালা নেহায়েত দয়াপরবশ হয়ে তাদেরকে মাফ করেন। দুনিয়াতে আসার সময় তারা একে অপরকে হারিয়ে ফেলেন। পুনরায় আল্লাহর কৃপায় তারা একত্রে মিলিত হন। তারপর তাদের ঘরে বহুসংখ্যক সন্তান-সন্ততি জন্ম হয়।

শরীয়তের খেলাফ কোন কাজ হয়ে গেলে সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করে ভবষ্যিতের জন্য তওবা করলে আল্লাহ তা’আলা দয়া করে মাফ করে দেন।এখানে আমরা প্রধানত এই শিক্ষাই পাই।

 

দীর্ঘ সময় সহবাস করার উপায় বা সহবাসের স্থায়িত্বকাল বাড়ানোর পদ্ধতি

বীর্য ঘন করার ঔষধ তৈরির পদ্ধতি

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Reply