৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর

৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর

অন্যান্য

৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর

১। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
(ক) কম্পিউটার
(খ) ইন্টারনেট
(গ) মোবাইল ফোন
(ঘ) অপটিক্যাল ফাইবার

২। আমি তোমায় যত শুনিয়েছি গান-গানটি মূলত কী ছিল?
(ক) পাস্ওয়ার্ড
(খ) আনন্দ বার্তা
(গ) সংকেত
(ঘ) যোগাযোগ

৩। কীভাবে আমরা বাসা থেকে ট্রেনের টিকিট কিনতে পারি?
(ক) টেলিফোনের মাধ্যমে
(খ) ইন্টারনেটের মাধ্যমে
(গ) পোষ্ট অফিসের মাধ্যমে
(ঘ) রেড্ওির মাধ্যমে

৪। আমাদের অবস্থান নিখুতভাবে বলে দিতে পারে কোনটি?
(ক) জিপিএস
(খ) ওয়াই-ফাই
(গ) ফেইসবুক
(ঘ) মোবাইল

৫। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো-
(ক) সরকার
(খ) রাজনীতি
(গ) ইন্টারনেট
(ঘ) বাণিজ্য

৬। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি?
(ক) টিটি
(খ) এমটি
(গ) মোবাইল
(ঘ) ডিডি

৭। রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়-
!. কম্পিউটার !!. ইন্টারনেট !!!. আল্ট্রাসনোগ্রাম
নিচের কোনটি সঠিক?
(ক) !্ ও!! (খ) !্ ও!!! (গ) !!্ ও !!! (ঘ) !,!!. !!!

৮। আমরা কম্পিউটারের সাথে কোন ডিভাইসটি লাগিয়ে ইন্টারনেট
ব্যবহার করতে পারি?
(ক) মডেম
(খ) প্রিন্টার
(গ) স্ক্যানার
(ঘ) ইন্টারনেট

৯। কোনটির কারণে প্রতিনিয়ত কাজের ধরন বদলে যাচ্ছে?
(ক) ইন্টারনেট
(খ) মোবাইল
(গ) আইসিটি
(ঘ) কম্পিউটার

১০। প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের ফলে কতটি কাজের সুযোগ তৈরীহয়?
(ক) ৭০
(খ) ৭১
(গ) ৭৫
(ঘ) ৮০

১১। বর্তমান বাংলাদেশে কতজন লোক মোবাইল ফোন ব্যবহার করে?
(ক) ১০ কোটি ৫০ লক্ষ
(খ) ১২ কোটি
(গ) ১২ কোটি ৭০ লক্ষ
(ঘ) ১৩ কোটি ৭০ লক্ষ

১২। পৃথিবীর বড় বড় কারখানায় শ্রমিকের বদলে ব্যবহার করা হচ্ছে-
(ক) গাড়ি
(খ) কম্পিউটার
(গ) মানুষ
(ঘ) রোবট

১৩। কোনটি একমুখী যোগাযোগ পদ্ধতি?
(ক) মোবাইল
(খ) রেডিও
(গ) টেলিফোন
(ঘ) ফ্যাক্স

১৪। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিটি কী?
( ক ) মোবাইল
(খ) ফ্যাক্স
(গ) ল্যা-ফোন
(ঘ) ফেসবুক

১৫। কোনটি সর্বসাধারণের উপযোগী এবং সহজ লভ্য?
(ক) মোবাইল
(খ) ফ্যাক্স
(গ) ল্যা-ফোন
(ঘ) ফেসবুক

১৬। কম খরচে পণ্য সরবরাহ করার ব্যবস্থাকে কী বলে?
(ক) জিএস
(খ) জিপিএস
(গ) জিপিআর এস
(ঘ) জি আর এস

১৭। মানুষের নামের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় কী?
(ক) মোবাইল নম্বর
(খ) ফ্যাক্স নম্বর
(গ) ্ওয়েব আ্যড্রেস
(ঘ) ই- মেইল

১৮। বর্তমান দেশের কতটি জেলার ই- সেবা কেন্দ্র চালু আছে?
(ক) ৪০টি
(খ) ৫৭ টি
(গ) ৪৭ টি
(ঘ) ৬৪টি

১৯। বিশে^র বৃহত্তম বইয়ের দোকান এখন কোথায়?
(ক) ইন্টানেটে
(খ) ই-কমার্সে
(গ) আমেরিকায়
(ঘ) কানাডায়

২০। এখন আইসিটি ব্যবহার করে কারা ?
(ক) সকল শ্রেণির মানুষ
(খ) ডাক্তারগন
(গ) প্রযুক্তিবিদরা
(ঘ) সাধারণ মানুষ

২১। কোনটি নিয়ে গবেষণায় কাজ করতে হয়?
(ক) তথ্য
(খ) কম্পিউটার
(গ) মানুষ
(ঘ) জীবজন্তু

২২। বর্তমানে ল্যাবরেটরির জটিল যন্ত্রপাতি পরিচালনা করে-
(ক) টেকনিশিয়ান
(খ) বিজ্ঞানী
(গ) পিয়ন
(ঘ) কম্পিউটার

২৩। সাগর সাহেবের গৃহীত পদ্ধতি বাস্তবায়নে কোন প্রযুক্তি মুক্ত
ভূমিকা পালন করছে?
(ক) আধুনিক প্রযুক্তি
(খ) কৃত্রিম প্রযুক্তি
(গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(ঘ)যন্ত্র প্রযুক্তি

২৪। বর্তমানের বিজ্ঞানীরা খুব সহজে তাদের প্রয়োজনীয় তথ্য কোথা থেকে পেতে পারে?
(ক) বই থেকে
(খ) কম্পিউটার থেকে
(গ) ইন্টারনেট থেকে
(ঘ) গবেষণা থেকে

২৫। বর্তমানে বিশে^ কিসের মাধ্যমে শিক্ষাদান সর্বোত্তম?
(ক) কম্পিউটারে
(খ) ইন্টারনেটে
(গ) টেলিভিশনে
(ঘ) স্যাটেলাইটে

১. খ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. ক, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. গ, ২৫. ক,

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ বহুনির্বাচনি প্রশ্নত্তর

৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর

নভম শ্রেণির ICT বহুনির্বচনি প্রশ্নপত্র

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Reply