Narrow selection

১০টি উপদেশ - 10 Upodesh


06:02:16 06/15/2024

১০টি উপদেশ

১। আল্লাহ তা’য়ালা কে কখনো ভুলে যেওনা, কেননা তিনি তোমার স্রষ্ঠা।

 

২। হযরত মুহাম্মদ (স.) এর দেখানো পথে চলো, কারণ তিনি একজন সঠিক পথ প্রদর্শক।

 

৩। সাহাবায়ে কেরামদের মত ঈমানদার হও, যেমন তারা রাসূল (স.) এর মুখ থেকে শুনামাত্রই আমল করেছেন।

 

৪। পিতা-মাতাকে সেবা করো, কেননা তাদের উসিলাতেই তুমি দুনিয়াতে এসেছ। ৫। ছোট ভাই বোনদের প্রতি যত্নবান হও, কারণ তুমি তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে।

 

৬। বড় ভাইদের সম্মান করো, কারণ তারা তোমাকে শৈশব থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে।

 

৭। বোনদের, পৈতিক সম্পত্বির ন্যয্য পাওনা দাও। কারণ আত্বসাতকারী (বান্দার হক্ব নষ্টকারী) ক্ষমা পাবেনা।

 

৮। বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা গ্রহণ কর। কেননা তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হয় না।

 

৯। প্রতিদিন সকাল বিকাল কুরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তোমার সুপারিশকারী হবে।

 

১০। সৎকাজে আদেশ করো, এবং অসৎ কাজে বাধা প্রদান করো, নিজে ধৈর্য্য ধারণ করো এবং অন্যকে ধৈর্যধারণের পরামর্শ দাও।

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

মধু খাওয়ার উপকারিতা কি?

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color