Narrow selection

এলকোহল এবং স্পিরিট এর হুকুম কী?


12:27:34 06/15/2024

এলকোহল এবং স্পিরিট এর হুকুম কী? অ্যালকোহল বা স্প্রিট যদি আঙ্গুরের কাঁচা রস থেকে বানানো হয়, যদি কাপড়ে এক টাকা কয়েন পরিমাণ লেগে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। আর যদি আঙ্গুর ব্যতীত অন্য জিনিস যেমন আখ, গম, চাল, আলু, গাজর, মুলা, টমেটো, শালগম ইত্যাদি দিয়ে বানানো হয় তাহলে তা পানীয় হিসেবে পান করা জায়েজ নেই। কিন্তু ঔষধ এবং আতরে ব্যবহার করা যাবে।

 

যদি এই নিম্নোক্ত অ্যালকোহল কাপড়ের এক-চতুর্থাংশের কোন জায়গায় লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে না। এরকম অ্যালকোহলের ব্যবসা করা শরীয়তে জায়েজ আছে।

 

সুতরাং ইনজেকশন দেওয়ার সময় বা অন্য কোন কাজে ব্যবহার করার সময় যদি এ ধরনের স্প্রিট কাপড়ে লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে না। সেন্ট আতর ঔষধে এজাতীয় অ্যালকোহল দেওয়া জায়েজ আছে।

(সারকথা) ইজাহুন্নাওয়াদের ১৩৫-১৩৬

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

মধু খাওয়ার উপকারিতা কি?

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color