বীর্য কি? বীর্যের পরিচয় - Birjo Ki?
05:30:36 06/15/2024
বীর্য সম্পর্কিত আলোচনা বীর্যের পরিচয়
১। মানুষের শরীরের গাঢ় ও ঘন যুক্ত পানি বিশেষ ২। সাদাবর্ণ ৩।উত্তেজনার সাথে তীব্রবেগে লাফিয়ে লাফিয়ে বের হয়।
চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মনিুষ যা খায়, প্রথমে তা দ্বারা রস তৈরি হয়। তারপর সে রস থেকে রক্ত তৈরি হয় রক্ত থেকে গোশত, গোশত থেকে চর্বি, অতপর সে চর্বি থেকে হাড্ডি, হাড্ডি থেকে মগজ। সবশেষে ২৬ দিন পর মহামূল্যবান এ বীর্য তৈরি হয়। যেন সাতটি মেশিন অতিক্রম করে এ বীর্য উৎপাদন। বুঝার বিষয়, এ বীর্য কত মূল্যবান সম্পদ।
কিন্তু আফসোসের বিষয় যে, কাতিপয় নির্বোধ লোকেরা এ মূল্যবান সম্পদের মূল্যায়ন করতে জানেনা। ফলে ভূল পদ্ধতিতে হারাম স্থানে বিনষ্ট করে দেয়।
অবশেষে তার অবস্থা এমন হয় যে, শত আফসোস করেও তার সে মূল্যবান সম্পদ ফিরে আনতে পারেনা। ফলে সে জীবনভর আফসোস করতে থাকে। এ আফসোস তার কোনই কাজে আসবে না।
কারণ সে অকারণে অপ্রয়োজনে অপচয় করেছে সুতরাং যৌবন ধরে রাখতে হলে আপনাকে অশ্লীল দৃশ্য থেকে বেঁচে থাকতে হবে এবং অশ্লীল দৃশ্য থেকে বেঁচে থাকতে পারলেই আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন যেটা একমাত্র ইসলাম শিক্ষা দেয় আল্লাহতালা আমাদের ইসলাম বুঝার তৌফিক দান করুন