Narrow selection

রাসুলুল্লাহ্ (দঃ)-এর কয়জন পুত্র ছিল? - Family Of Muhammad s


05:59:04 06/15/2024

রাসুলুল্লাহ্ (দঃ)-এর চার কন্যা

১। হযরত যয়নব রাযিআল্লাহু আনহা

২। হযরত রোকেয়া রাযিআল্লাহু আনহা

৩। হযরত্ উমে্‌ম কুলসুম রাযিআল্লাহু আনহা

৪। হযরত ফাতেমা রাযিআল্লাহু আনহা

 

পাঁচ পুত্রঃ

  তাঁদের সকলেই ছোটবেলায় মৃত্যু বরণ করেন।একমাত্র হযরত বিবি খাদিজা (রাঃ)-এর গর্ভেই জন্ম নিয়েছিলেন চারজন। তাঁরা হলেন-

১। হযরত কাসেম রাযিআল্লাহু আনহু

২। হযরত আবদুল্লাহ্ রাযিআল্লাহু আনহু

৩। হযরত তৈয়্যব রাযিআল্লাহু আনহু

৪। হযরত তাহের রাযিআল্লাহু আনহু

 

পঞ্চম পত্র হযরত ইব্রাহিম (রাঃ) জন্ম নিয়েছিলেন হযরত মারিয়ার গর্ভে। মক্‌কা শরীফে তিনি জন্ম নিয়ে শৈশবেই মৃত্যু বরণ করেন।হযরত আবদুল্লাহর নবুওতের পর মক্কা শরীফে জন্ম নিয়েই বাল্য কালেই এন্তেকাল করেন।এতদ্ব্যতীত অন্যান্য পুত্রগণ নবুওতের পূর্বে জন্ম গ্রহণ করেন এবং নবুওতের পূর্বেই মৃত্যুবরণ করেন।

 

রাসূলুল্লাহ(দঃ)-এর ৬৩ বছর জীবনের দশ বছরমদীনা মনোয়ারায় ইসলাম প্রচার কার্যে অতিবাহিত করেন।সফর মাসের দুইদিন বাকি থাকতে (বুধবার)তিনি রোগশয্যায় শায়িত হন।১২ই রবউিল আউয়াল সোমবার চাশতের ওয়াক্তে তিনি ওফাত পান। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাদের মধ্যে হযরত যয়নব(রাঃ)এর গর্ভে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।তাদের নাম মোবারক আলী ও উমামা।হযরত রোকেয়া (রাঃ)-এর গর্ভে আবদুল্লাহর জন্ম হয়।

 

কিন্তু ছয় বছর বয়সে তিনি মারা যান। হযরত উম্মে কুলসুম (রাঃ)নিঃসন্তান।হযরত ফাতেমা (রাঃ)-এর গর্ভে ইমাম হাসান ও ইমাম হোসেনের জন্ম।তাদের বংশধরগণ দ্বারাই দুনিয়াতে নবী বংশ জারি আছে।কিন্তু দৈহিক বংশের চেয়ে রুহানী বংশের সংখাই অধিক।

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

মধু খাওয়ার উপকারিতা কি?

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color