হযরত আলী রা. এর হিজরত
হযরত আলী রা. এর হিজরত
মহানবী সা. এর আমানতদারী যেহেতু কাফেররাও মানত, এজন্য মহানবী সা. এর কাছে অধিকাংশ লোকের আমানত থাকত। হিজরতের সময় হযরত আলী কাররামাল্লাহু ওজহাহুকে মহানবী সা.এজন্য পিছনে রেখে গিয়েছিলেন যে, মানুষের যে আমানত মহানবী সা. এর নিকট ছিল, তিনি তাদের কাছে তা অৰ্পণ করে পরবর্তীতে মদীনায় পৌঁছবেন।