ব্যাংকের মাধ্যমে গাড়ি কিনার বৈধ পদ্ধতি
12:04:36 06/15/2024
ব্যাংকের মাধ্যমে গাড়ি কিনার বৈধ পদ্ধতি : ব্যাংকের মাধ্যমে গাড়ি ইত্যাদি কেনার জন্য জায়েজ এর সর্বোত্তম এবং সহজ পদ্ধতি হলো এই যে- ক্রেতার সাথে ব্যাংক নিজের কোন মানুষ পাঠিয়ে দিবে। আর সেই ব্যক্তি কোম্পানির পক্ষ থেকে, উদাহরণস্বরূপ ১লাখ টাকার গাড়ি কিনবে এখন এক লাখ টাকা মূল্যের গাড়ি ব্যাংকের হয়ে গেল। তারপর ওইখানে বসেই ব্যাংকের পক্ষ থেকে পাঠানো ব্যক্তি ব্যাংকের নিয়ম অনুযায়ী গাড়ি ১লাখ ১০হাজার টাকা ক্রেতার কাছে বিক্রি করে দেবে।
পরে ব্যাংকে ১লাখ ১০হাজার টাকা উক্ত ব্যক্তির থেকে কিস্তিতে কিস্তিতে আদায় করে নেবে। এমন বেচা-কিনা শরীয়তে জায়েজ আছে। (পতোয়া আলমগীরী ২/১৬০)
সতর্কতাঃ
অবশ্যই ক্রেতা গাড়ির ভালোমন্দ যাচাই করে নেবে। এবং টাকা-পয়সার বিষয় পরিস্কার ভাবে আলোচনা করে নেবে। কত তারিখের মধ্যে টাকা পরিশোধ করবে সে ব্যাপারেও কথা বলে নেবে। এবং সেই শর্ত মোতাবেক টাকা পরিশোধ করবে।
দীর্ঘ সময় সহবাস করার উপায়
সহবাস করার নিয়ম কি?