Narrow selection

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭ম শ্রেণি - ICT class 7 MCQ


13:59:56 06/05/2024

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭ম শ্রেণি

 

বহুনির্বচনি প্রশ্ন:
১। পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্কেও নাম-
ক মোবাইল নেটওয়ার্ক খ ল্যান্ডফোন নেটওয়ার্ক গ ইন্টারনেট ঘ হাইপারলিংক

 

২। ইন্টারনেট কত সালে শুরু হয়?
ক. ১৯৫৯ খ. ১৯৬৯
গ. ১৯৭৯ ঘ. ১৯৮৯

 

৩। ইন্টারনেট থেকে নির্দিষ্টতথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে হয়?
ক. ওয়েব ব্রাউজার খ. সার্স ইঞ্জিন
গ. হাইপারলিংক ঘ. ই-মেইল

 

৪। তথ্যেও মহাসারণি কাকে বলে?
ক. ই-মেইল খ. মোবাইল ফোন
গ. ইন্টারনেট ঘ. ল্যান্ডফোন


৫। এনসিটিবির ওয়েবসাইট ঠিকানা কোনটি?
ক. www.ebook.nctb.bd
খ. www.nctb.gov.bd
গ. www.nctb.com.bd
ঘ. www.nctb.com

 

৬। ইন্টারনেটের বিশাল বিশ্বকোষের নাম কি?
ক. Wikipedia গ. Google
খ. Youtube ঘ. World pedia

 

৭। ১৯৬৯ সালের প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার ছিল?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. সাতটি

 

৮। ইন্টারনেট সংযোগ নিতে প্রয়োজন হয়-
ক. মডেম খ. রাউটার
গ. হাব ঘ. সুইচ

 

৯। ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিসের দরকার?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি

 

১০। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে বলা হয়-
ক. ওয়ার্কস্টেশন খ. ক্লায়েন্ট
গ. মডেম ঘ. সার্ভার

 

১১। টজঞ কী?
ক. ওয়েবসাইটের পূণাঙ্গ ঠিকানা
খ. ওয়েবসাইটের পূণাঙ্গ তথ্য
গ. ওয়েবসাইটের ছবি
ঘ. ওয়েবসাইটের পণ্য

 

১২। ইন্টারনেটে এক ওয়েব পেজে থেকে অন্য পেজে যাওয়াকে কি বলে?
ক. নেভিগেশন খ. ব্রাউজিং
গ. সার্সিং ঘ. ট্রাবেলিং

 

১৩। একটি তথ্যের সাথে অন্য একটি তথ্য সংযোজনের প্রক্রিয়াকে কী বলে?
ক. ওয়েব পেজ খ. ব্রাউজার
গ. হাইপারটেক্সট ঘ. ইন্টারনেট

 

১৪। ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে-
ক. http খ. html
গ. url ঘ. tld

 

১৫। ইন্টারনেট এক্সপ্লোরার একটি-
ক. ওয়েবসাইট এড্রেস খ. হাইপারলিংক
গ. ওয়েবব্রাউজার ঘ. সার্স ইঞ্জিন

 

১৬। কোন ব্রাউজার ওপেন করতে কত বার ক্লিক করতে হয়?
ক. ১বার খ. ২বার
গ. তিনবার ঘ. চার বার

 

১৭। কোনটি নাসার ওয়েবসাইট এড্রেস?
ক. www.nasa.org খ. www.nasa.com
গ. www.nasa.bd ঘ. www.nasa.gov

 

১৮। ব্রাউজার হল এক ধরনের –
ক. প্যাকেজ পোগ্রাম খ. সিস্টেম সফ্টওয়ার
গ. এপ্লিকেশন সফ্টওয়ার ঘ. অপারেটিং সিস্টেম

 

১৯। ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা লেখার জন্য থাকে-
ক. এড্রেস বার খ. টাইটেল বার
গ. স্ক্রল বার ঘ. মেনু বার

 

২০ । জনপ্রিয় ব্রাউজারে আইকন নয় কোনটি?
ক. গুগল ক্রোম খ. অপেরা
গ. গুগল ঘ. সাফারি

 

২১। ওয়েবসাইট খোলার জন্য এড্রেস লিখে কোন বাটন ক্লিক করতে হয়?
ক. Shift খ. Enter
গ. F2 ঘ. Home

 

২২। ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল, অপেরা, মজিলা ফায়ার ফক্স,ইত্যাদি কী ধরনের সফ্টওয়ার?
ক. অপারেটিং সিস্টেম খ. প্যাকেজ
গ. অ্যাপ্লিকেশন ঘ. কাস্টমাইজড

 

২৩। মাউস নাড়ালে কম্পিউটারের মনিটরে একটা চিহ্ন নড়ে। এটাকে কি বলে?
ক.Option খ. Cursor
গ. File ঘ. Save

 

২৪। গুগল কি?
ক. ব্রাউজার খ. সার্স ইঞ্জিন
গ. হাইপারলিংক ঘ. ইউ আর এল

 

২৫। গুগল ক্রোম কি?
ক. হাইপারলিংক খ. ওয়েব ব্রাউজার
গ. হাইপারলিংক ঘ. সার্ভার

 

 

১. গ, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. গ, ২৩. খ, ২৪. খ, ২৫. খ।

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color