Narrow selection

কি কি কারণে গোসল ফরজ হয়? - Ki Ki Karone Gosol Foroj?


12:31:01 06/15/2024

যে চারটি কারণে গোসল ফরয হয়

(১) স্বামী স্ত্রী সহবাস করার পর উভয়ের উপর গোসল করা ফরজগ।
(২) মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গোসল করা ফরজ।
(৩) মহিলার উপর গোসল ফরজ হয় যখন সে নেফাস থেকে পবিত্র হয়। (বাচ্চা প্রসব করার পর যে রক্ত নিঃসরণ হয় তাকে নেফাস বলে)
(৪) মৃত ব্যক্তিকে গোসল করানো, জীবিতদের উপর ফরয। অর্থাৎ যারা অভিভাবক বা উত্তরসুরী তাদের উপর গোসল করানো ফরজ।

 

গোসলের ফরজ তিনটি

  • (১) কুলি করা।
  • (২) নাকে পানি দেয়া।
  • (৩) সমস্ত শরীর ভালভাবে ধৌত করা।

 

বিশেষ করে তিনবার কুলি করা তিন বার নাকে পানি দেয়া সুন্নাত।
অন্তত একবার করে দেওয়া ফরজ। সুতরাং আমরা যদি তিনবার করে নাকে পানি দেই এবং ভালোভাবে গোসল করি, তাহলে আমাদের সুন্নত ফরয সবকিছু আদায় হয়ে যাবে। আল্লাহ ত’য়ালা আমাদের সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করুন।

 

দীর্ঘ সময় সহবাস করার উপায়

সহবাস করার নিয়ম কি?

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color