কোন সময় নামাজ পড়া যাবে না? - Kon Somoy Namaj Pora Jabena?
12:38:28 06/15/2024
কোন সময় নামাজ পড়া যাবে না?
উল্লেখিত সময়গুলোতে নামাজ পড়া জায়েয নেই। চাই নামাজ ফরজ হোক বা ওয়াজিব। এমনকি এ সকল সময়ে ছুটে যাওয়া নামায কাযা করাও জায়েয নেই।
(১) এক সূর্যোদয়ের সময়। সূর্য উপরে ওঠার সময় পর্যন্ত।
(২) সূর্য মধ্যাকাশে বরাবর থাকার সময়। পশ্চিমে হেলে যাওয়ার সময় পর্যন্ত।
(৩) সূর্য হলুদ বর্ণ ধারণ করার সময়। অস্ত যাওয়া পর্যন্ত।
ঐদিনের আসরের নামাজ সূর্য হলুদবর্ণ হয়ে যাওয়ার সময়ে জায়েয।
এবং এ সকল সময়ে যে নামায ওয়াজিব তা আদায় করা শুদ্ধ হবে মাকরুহসহ। সুতরাং এ সকল সময়ে যদি জানাজায় উপস্থিত হয় তাহলে জানাজার নামাজ পড়া জায়েজ, তবে মাকরুহ হবে। আর এ সকল সময়ে কেউ যদি সেজদার আয়াত পাঠ করে তাহলে তার জন্য ঐ সময়ে তিলাওয়াতের সিজদা করা জায়েজ মাকরুহসহ এ সকল সময় নফল নামাজ পড়া মাকরূহে তাহরীমী।