Narrow selection

কত বছর বয়সে নামাজ ফরজ হয়? Koy Bosor Boyose Namaj Forj Hoy?


নামাজ ফরজ হওয়ার শর্তাবলী

কোনো মানুষের উপর নামাজ ফরজ হয় না যে পর্যন্ত তার মাঝে তিনটি শর্ত না পাওয়া যায়গ।
(১) ইসলাম, সুতরাং কোন কাফেরের উপর নামাজ ফরজ নয়।
২। প্রাপ্তবয়স্ক হতে হবে, কোন শিশু বা অপ্রাপ্তবয়স্কের উপর নামাজ ফরজ নয়।
(৩) জ্ঞান সম্পন্ন হওয়া, পাগলের উপর নামাজ ফরজ নয়।

 

অতএব পিতামাতাদের উচিত তাদের সন্তানদের নামাজের আদেশ করা যখন সন্তান সাত বছর বয়সে পদার্পণ করবে। এবং নামাজ না পড়লে তাদেরকে হাত দ্বারা প্রহার করা।
যখন তারা ১০ বছর বয়সে পদার্পণ করবে, যাতে তারা তাদের উপর নামাজ ফরজ হওয়ার পূর্বেই সময়মত নামাজ আদায়ে অভ্যস্ত হয়ে যায়।

 

সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি সচেতন হলেই আপনার সন্তান একজন দ্বীনদার পরহেজগার হয়ে উঠবে। আসুন আমরা অভিভাবক হিসেবে সচেতন অভিভাবক হই এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি। তাহলে আল্লাহ তা’য়ালা আমাদের দুনিয়া ও আখিরাতে শান্তি দান করবেন আল্লাহ তা‘য়ালা আমাদের কবুল করুন আমীন

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

মধু খাওয়ার উপকারিতা কি?

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color