মিজানুর সরফের প্রশ্নপত্র - Mizanus Sorfer Proshno Potro
06:42:23 06/15/2024
মিজানুর সরফের প্রশ্নপত্র
খাতুনে জান্নাত ফাতিমা (রা.) বালিকা মাদ্রাসা
বাবুপাড়া, কাশিনাথপুর, সাঁথিয়া, পাবনা।
প্রথম সাময়িক পরীক্ষা ২০২০
জামাত: মীজান পূর্ণমান: ১০০
কিতাব: মীজানুস সরফ ও মুনশাইব সময়: ৩ঘন্টা
বিষয়: এলমুস সরফ
৪নং প্রশ্নসহ যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও।
১। ক. علم الصرف এর উদ্দেশ্য ও বিষয়বস্তু লিখ? ৪০
(খ) فعل معروف ও فعل مجهول এর উদাহরণ সহকারে পরিচয় লেখ।
(গ) مصدر কাকে বলে? কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে فعل কত প্রকার ও
কি কি?
(ঘ) فعل ماضى কাকে বলে? فعل ماضى কত প্রকার ও কি কি উদাহরণসহ
লেখ ?
২। ক. فعل مضارع কাকে বলে? علامت مضارع কয়টি ও কি কি? ৪০
ى কয়টি صيغه এর শুরুতে আসে। সীগাহ্গুলো কি কি?
(খ) لن হরফটি فعل مضارع এর কয়টি সীগার শেষে যবর দেয়। সীগাহগুলো
কি কি লেখ।
(গ) بحث نفى فعل ماضى مطلق معروف এর গঠন প্রণালী বর্ণনা কর।
الدخول মাসদার দিয়ে تصريف রুপান্তর কর।
(ঘ) لم হরফটি فعل مضارع এর কয়টি স্থান থেকে نون اعرابى বিলুপ্ত করে
দেয়? সীগাহগুলো কি কি? بجث اثبات فعل مضارع مجهول এর পরিচয় লেখ।
৩। আরবী কর যে কোন ৮টি সীগাহ, বাহাছ, অর্থ লেখ। ৪০
ক. তারা (সকল পুং) সাহায্য করল।
খ. তোমরা (দুজন স্ত্রী) প্রহার কৃত হলেনা।
গ. সে (একজন স্ত্রী) তালাশ করেছিল।
ঘ. তারা (সকল স্ত্রী) এইমাত্র বিজয় লাভ করেছে।
ঙ. আমি (একজন পুং) এইমাত্র পরিচয় লাভ করিনি।
চ. হায়; যদি আমি (একজন পুং/স্ত্রী) প্রশংসা করতাম।
ছ. সম্ভবত: তুমি (একজন পুং) তালাশ করেছ।
জ. তারা (দুজন পং) কখনো পান করবে না।
ঝ. তোমরা (সকল স্ত্রী) প্রহার করছ বা করবে।
ঞ. তুমি (একজন পুং) কিছুতেই মিথ্যা বলবে না।
৪। বাংলা কর ১০টি। সীগাহ বাহাছ, অর্থ লেখ। ২০
نَصَرَ – مَا طَلَبَتْ – قَدْ ضَرَبْتُنَّ – لَعَلَّمَا شَرِبْنَا – لَيْتَمَا خَرَجُوْا – مَاصَبَرْنَا – كَانَ يَحْمَدُ – لَنْ يَدْخُلَا – لَمْ يَهْرُبْ – يَغْفِرُ – لَا اَنْصُرُ – كَانُوْا يَبْلِغُوْنَ –