মহিলা কি বসে নামাজ পড়তে পারবে?
12:22:15 06/15/2024
মহিলা কি বসে নামাজ পড়তে পারবে? দাঁড়িয়ে নামাজ পড়া মহিলাদের জন্যও ফরজ। মহিলারা সাধারণত বসে নামাজ পড়ে অথবা প্রথমে দাঁড়িয়ে নামাজ শুরু করে কিন্তু দ্বিতীয় রাকাতে বসে যায়। যদি ফরজ নামাজ অথবা ওয়াজিব নামাজ এর এক রাকাত অথবা পূর্ণ নামাজ বসে পড়ে তাহলে নামাজ আদায় হবে না।
এবং সেজদায়ে সাহু করলেও তা সংশোধন হবে না। এজন্য যে ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মুয়াক্কাদা নামাজ দাঁড়িয়ে পড়া পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ফরজ। মহিলাদের মাঝে সঠিক মাসালা প্রচার করা পুরুষের উপর ফরজ। অন্যথায় নামাজ সহি শুদ্ধ না হওয়ার শাস্তি পুরুষগণও পাবে। (আহসানুল ফাতাওয়া দ্বিতীয় খন্ড ৩৩ পৃষ্ঠা।
কিন্তু যারা অপারগ (মাজুর) যেমন মাজা ব্যথা হাঁটুর ব্যথা অথবা এতটা অসুস্থ যে দাঁড়িয়ে নামাজ পড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই বসে নামাজ আদায় করতে পারবে। তবে কোন সুস্থ ব্যক্তি বসে নামাজ আদায় করলে নামায হবে না।