Narrow selection

মুমিনের মর্যাদা - Mominer marjada


05:11:56 06/15/2024

মুমিনের মর্যাদা ও গুরুত্ব : একজন ইমানদার বান্দার মর্যাদা সম্পর্কে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মুমিনের জন্য দুটি দরজা রয়েছে, একটি দরজা দিয়ে তার রিজিক দেওয়া হয়, অপর একটি দরজা দিয়ে তার আমল উঠানো হয়।

যখন সেই ইমানদার বান্দা ইন্তেকাল করেন, তখন সেই দরজা দুটো তার জন্য কান্না করতে থাকে।

 

যাদের জন্য পৃথিবী কাঁদে কেয়ামতের দিন আল্লাহ তাআলার সর্বাধিক নিকটবর্তী স্থানে অবস্থান করবেন তারা, যারা এই পৃথিবীতে দীর্ঘ সময় ক্ষুধা, কৃষ্ণা ও পেরেশানিতে ডুবেছিল।

তারা অনুপস্থিত থাকলে তাদের সন্ধান করার কেউ ছিল না। রাতের বেলায় সবাই যখন শয্যা গ্রহণ করে , তারা তখন আল্লাহ তা’আলার দরবারে থাকেন সিজদাবনত।

 

তারা এই পৃথিবী থেকে হারিয়ে গেলে পৃথিবী তাদের জন্য কাঁদে, তাদের কাউকে যদি তুমি কোন শহরে দেখো! তাহলে তাকে সেই শহরের ঈমানদার নিদর্শন মনে করবে।

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

মধু খাওয়ার উপকারিতা কি?

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color