পবিত্রতা অর্জনের পদ্ধতি
12:43:19 06/15/2024
পবিত্রতা অর্জনের পদ্ধতি ও প্রকারভেদ
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন (আল বাকারা 222)
রাসুলুল্লাহ (স.) এরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক (মুসলিম শরীফ)
পবিত্রতা সকল এবাদত এর ভিত্তি। নামাজ পবিত্রতা ছাড়া শুদ্ধ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি পবিত্রতা (মুসনাদে আহমাদ)
অভিধান الطهاره এর অর্থ পবিত্রতা
শরীয়তের পরিভাষায় পবিত্রতা দু’ভাগে বিভক্ত হয়।(১) (ওযু বিহীন অবস্থা) থেকে পবিত্র হওয়া। এটাকে (তহারতে হুকমিয়্যা) বা বিধানগত পবিত্রতা বলা হয়।
(২) নাপাকি থেকে পবিত্রতা হওয়া এটাকে (তহারতে হাকিকিয়্যা) বা বাস্তবিক পবিত্রতা বলা হয়।
(তহারতে হুকমিয়্যা) অর্জিত হয় অজু-গোসলের মাধ্যমে অথবা তাইয়াম্মুমের মাধ্যমে (যখন পানি ব্যবহার অসাধ্য হয়)।
নাপাকি থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হলো, বিশুদ্ধ পানি, পবিত্র মাটি পাথর।