রহমাতুল্লাহি আলাইহি কেন পড়তে হয় - Rahmatallahi alihi keno porte hoy
14:05:38 06/09/2024
রহমাতুল্লাহি আলাইহি কেন পড়তে হয়
কোন আল্লাহ ওয়ালাদের নাম উচ্চারণ করলে অথবা বড় আলেমদের নাম উচ্চারণ করলে রহমাতুল্লাহি আলাইহি বা রহিমাহুল্লাহ দোয়াটি পড়তে হয়।
অর্থ : আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেছেন।
আর সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করলে, রাজি-আল্লাহু তা'আলা আনহু, আর মহিলা সাহাবাদের নাম উচ্চারণ করলে রাজি আল্লাহ তায়ালা আনহা পড়তে হয়
আর মুহাম্মাদ (স.) এর নাম উচ্চারণ করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। নবী মুহাম্মদ ব্যতীত অন্যান্য নবীদের নাম উচ্চারণ করলে, আলাইহিস সালাম পড়তে হয়।