সৃজন কি একমাত্র আল্লাহর গুন?
05:41:56 06/15/2024
সৃজন কি একমাত্র আল্লাহর গুন?
উত্তর: সৃজন ও অস্তিত্ব প্রদান তার এমন এক গুণ যা কেবল তার সাথেই নির্দিষ্ট। সম্ভাব্য বস্তুর কি ক্ষমতা আছে অপর সম্ভাব্য কে সৃষ্টি করে। যাবতীয় সম্ভাব্য বস্তু চাই স্বাধীত কিংবা যৌগিক, সবই আল্লাহর সৃষ্টি।
যাবতীয় উপায়-উপকরণকে তিনি নিজের কর্ম সমূহের জন্য আবরণ বানিয়েছেন। বাহ্যিক সকল উপায়-উপকরণ ও মাধ্যমেকে তিনি স্বীয় কর্মের আবরণ ও দলিল বানিয়ে রেখেছেন মাত্র। জ্ঞানীজনেরা জড় পদার্থের নড়াচড়া দ্বরা গকিদায়ক বস্তুর অনুসন্ধান করেন।
তারা নিশ্চিত জানেন যে, এ জড় পদার্থের মধ্যে নড়াচড়া করার ক্ষমতা নেই। অতএব এরুপ নড়্চার পেছনে কোন বস্তু আছে। অনুরূপভাবে শরীয়াতের সুরমায় যাদের দৃষ্টিশক্তি উজ্জল। তারা জানেন যে একটি সম্ভাব্য বস্তু অন্য সম্ভাব্য বস্তুকে সৃষ্টি করতে পারে না।
চাই কাজ সমূহ হতে কোন কাজ হোক কিংবা আরয সমূহ (যৌগিক বস্তু) হতে কোন আরয। অবশ্য ঐচ্ছিক কর্ম এবং জড় পদার্থের নড়াচড়ায় নিশ্চিত পার্থক্য রয়েছে।
সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি
মধু খাওয়ার উপকারিতা কি?