Narrow selection

তাহিয়্যাতুল অযুর নামাজের ফজিলত - Tahiyyatul ojur namaj


14:07:25 06/09/2024

তাহিয়্যাতুল অযুর নামাজের ফজিলত


তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়ার নিয়ম। প্রথমে অজু করে মসজিদে প্রবেশ করে অথবা মহিলা হলে, ঘরে প্রবেশ করে দুই রাকাত নামাজ পড়াকে তাহিয়্যাতুল ওযুর নামাজ বলা হয়। তাহিয়্যাতুল ওযুর নামাজের নিয়ত: বাংলাতে নিয়ত করবেন: যেমন আমি দুই রাকাত তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়ার নিয়ত করলাম। এই বলে আল্লাহু আকবার তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করবেন। তারপর অন্যান্য নফল নামাজ বা সুন্নত নামাজের নেয় দুই রাকাত নামাজ আদায় করবেন। এ নামাজকেই তাহিয়্যাতুল ওযুর নামাজ বলা হয়।


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color