৪র্থ হিজরী মাউনা কূপ অভিমুখে
৪র্থ হিজরী মাউনা কূপ অভিমুখে সারিয়ায়ে মুনযির:
এ বছর সফর মাসে মহানবী সা. সত্তর জন সাহাবায়ে কিরাম এর একটি বাহিনীকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদের দিকে পাঠান। ঐ বাহিনীতে বড় বড় আলেম সাহাবীও ছিলেন। সেখানে পৌঁছলে আমের, র'ল, যাকওয়ান ও উসাইয়্যা গোত্রের লোকেরা তাদের মোকাবেলার জন্য এগিয়ে আসল। অবশেষে যুদ্ধ হল। ঘটনাক্রমে সব সাহাবী শহীদ হলেন। এতে মহানবী সা. অত্যধিক ব্যথিত হলেন। এমনকি মহানবী সা. তাদের হত্যাকারীদের জন্য কয়েক দিন ফজরের নামাজে বদ দু'আ করলেন। -সীরাতে মুগলতাঈ পৃ৫২
সেই বৎসরই শাওয়াল মাসে হযরত হাসান রা. জন্ম গ্রহণ করেন এবং হযরত উম্মে সালামা মহানবী সা. এর বিবাহ বন্ধনে আসেন।