গানের সুরে কোরআন পড়া নিষেধ
13:59:29 06/13/2024
গানের সুরে কোরআন পড়া নিষেধ
রাসুলুল্লাহ (স.) বলেন, কোরান পড় আরবদের স্বরে। এবং দূরে থাক আহলে এশক ও আহলে কিতাবদের স্বর হতে। স্বীঘ্রই আমার পর এমন লোকেরা আসবে যারা কুরআনে গান ও বিলাপে সুর ধরবে।
কুরআন তাদের কন্ঠনালী অতিক্রম করবে না (এবং অন্তরে প্রবেশ করবে না) তাদের অন্তর হবে দুনিয়ার মোহগ্রস্ত এবং অনুরুপ ভাবে তাদের অন্তরও যারা তাদের পদ্ধতি পছন্দ করে। আল্লাহ আমাদের সঠিক পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন (শুআবুল ঈমান, হাদিস: ২৪০৬)